
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ৩৬টি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে হায়দরাবাদ থানায় অভিযোগ করেছেন পুনম। তার অভিযোগ, এই ইউটিউব চ্যানেলগুলোতে তাকে খুব কুরুচিকরভাবে দেখানো হয়েছে। এ কারণে তার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে।

অনেকদিন ধরে এসব হচ্ছে উল্লেখ করে এই অভিনেত্রী জানান, তিনি আর সহ্য করবেন না। এর পেছনে কিছু নির্দিষ্ট গ্রুপের হাত রয়েছে। এ সময় তাদের তিনি ভালো করেই চেনেন বলে জানান পুনম।
এ ব্যাপারে জানতে চাইলে হায়দরাবাদ সাইবার ক্রাইমের তরফে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রঘুবীর বলেছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। উপযুক্ত ব্যবস্থা নেব।’
