‘জাতীয় পার্টির কাউন্সিল আগামী ৩০ নভেম্বর’

নিজস্ব বার্তা প্রতিবেদক :  আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির (জাপা) জাতীয় কাউন্সিল। দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিক্রমে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে দলের চেয়ারম্যানের বনানী অফিসে অনুষ্ঠিত সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।

এয়ার আহমদ সেলিমের দলে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় জি এম কাদের বলেন, ‘কাউন্সিলে দলের নেতাকর্মীরাই জাপার আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন। নেতাকর্মীদের সিদ্ধান্তই আমি মেনে নেবো। পদ-পদবী বা ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য আমি রাজনীতি করি না। দেশ, দেশের মানুষ ও দলের জন্য আমাদের রাজনীতি। কোনো লোভ-লালসার জন্য আমাদের রাজনীতি নয়।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে দলকে আরও শক্তিশালী করতে ৮ বিভাগে ৮টি সাংগঠনিক টিম করা হয়েছে ও সাংগঠনিক টিমের পরামর্শ অনুযায়ী দলকে আরও বেগবান করা হবে। জাতীয় পার্টি গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় চলছে। জাতীয় পার্টিতে বিভেদের অবকাশ নেই। বিভ্রান্তির কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলার সুযোগ জাতীয় পার্টিতে থাকবে না। সঠিক পথে ও সুশৃঙ্খলভাবে জাপা বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাবে।’

জাতীয় পার্টিতে ঐক্য ধ্বংসের চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘দলকে এগিয়ে নিতে সবাই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। জাতীয় পার্টির অবস্থান এখনো দুর্বল বলে। এরশাদ সাহেব ওসিহত করে গিয়েছিলেন এবং গঠনতন্ত্রেও এমনটিই ছিল। এভাবেই আমরা আসছি। আমাদের প্রেসিডিয়ামের সদস্যদের এখানে মত রয়েছে। আমাদের যারা এমপি তাদেরও এখানে মত রয়েছে।’

যোগদান অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য সালমা ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

Share