ডা. সাবরিনার মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব বার্তা প্রতিবেদক : জোবেদা খাতুন হেলথ কেয়ার (জেকেজি) এর চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়েরকৃত প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা সমকালকে এ তথ্য জানিছেন।

তিনি জানান, করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় তেজগাঁও থানায় দায়ের মামলাটি এতদিন থানা পুলিশই তদন্ত করছিল। তবে গুরুত্ব বিবেচনায় এই মামলার তদন্তভার সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ন্যস্ত হয়েছে।

এর আগে, সোমবার কোভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় ডা. সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর আদালত।

গত রোববার করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় হৃদরোগ ইনিস্টিটিউট থেকে ডা. সাবরিনাকে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসির কার্যালয়ে ডেকে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share