ডেঙ্গু টেস্টের উপকরণে শুল্ক-কর প্রত্যাহার

নিজস্ব বার্তা প্রতিবেদক : ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির উপর সব ধরনের শুল্ক-কর প্রত্যাহার করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে ডেঙ্গু টেস্টের কিট, রিএজেন্ট এবং রক্তের প্লেটলেট প্লাজমা পরীক্ষার কিটের উপর করা সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান করেছে। উক্ত সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, গত মাস থেকে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু শনাক্তরকরণ কীটসহ অন্যান্য ওষুধের চাহিদা বৃদ্ধি পায়। এ অবস্থায় ডেঙ্গু জ্বরের ওষুধসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণে ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে এসব উপকরণ আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি প্রদান করে সরকার।

Share