নিজ দফতরের দুর্নীতির সংবাদ প্রকাশ করতে বললেন গণপূর্তমন্ত্রী

নিজস্ব বার্তা প্রতিবেদক : নিজ দফতরের অপরাধ ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করতে বলেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন, তাদের বিরুদ্ধে যেন নিউজ না হয়, কিন্তু আমি উল্টোটা বলি। আমি ভিন্ন স্রোতে চলতে চাই। আমিসহ আমার অধীনস্থ ১২টি প্রতিষ্ঠান নিয়ে কিছু নিউজ না করলে, কোনও খবর তো পাবো না। আর অ্যাকশন নিতে হলে খবর পাওয়া দরকার।’ তবে মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এক সময় ঢাকার এফআর টাওয়ার নিয়ে তদন্ত শুরু করলাম। অনেকে পত্রিকায় লিখলেন, তদন্ত আলোর মুখ দেখবে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে তদন্ত, আলোর মুখ দেখেছে। ৬২ জন কর্মকর্তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় বহুতল ভবনগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠলে আমরা অনুসন্ধান শুরু করে অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার ৮১৮টি বাড়ি পেয়েছি। এসব ভবনের মালিকরা ক্ষমতা, রাজনীতি ও অর্থের দিক দিয়ে ক্ষমতাবান।’

শ ম রেজাউল করিম বলেন, ‘আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি, হোক তা মন্ত্রী বা সংসদ সদস্য বা আমার কোনও আত্মীয়র বাড়ি। একটা বাড়িকেও আমরা আইনের বাইরে রাখতে চাই না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, ‘বিজিএমইএ ভবন ভাঙার বিষয় টেন্ডার দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Share