পুনরায় ডাকসু নির্বাচনের সুযোগ নেই: প্রোভিসি

নিজস্ব বার্তা প্রতিবেদক : পুনরায় ডাকসু নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ঢাবিতে নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রোভিসি বলেন, ডাকসু নির্বাচন যারা বর্জন করেছে, সেটি তাদের নিজস্ব ব্যাপার। তবে নির্বাচন বাতিল করার এখন কোনো সুযোগ আছে বলে মনে করি না।

তিনি আরো বলেন, দেশের মানুষ ডাকসু নির্বাচন দেখেছে মিডিয়ার মাধ্যমে। দুটি হলের মধ্যে একটিতে সামান্য অনিয়ম হয়েছে। আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করে বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসির সামনে থেকে তারা মিছিল বের করে।

এদিকে ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক বিজয়ী হন। কিন্তু ছাত্রলীগ নুরুল হককে ভিপি হিসেবে মেনে নিতে চাচ্ছে না। ফলে এর প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা সেখানে বিক্ষোভ করেন। এই পদটিতে তারা পুনরায় নির্বাচন দাবি করছেন।

Share