প্যারোল চাইতে হয়, সরকার জোর করে প্যারোল দিতে পারে না: আইনমন্ত্রী

নিজস্ব বার্তা প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না’। সোমবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেওয়া যায় না। প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না’।

সম্প্রতি খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে প্যারোলে মুক্তি দিতে পারেন’।

উল্লেখ্য, এক বছর ধরে দুর্নীতির মামলায় কারাবন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Share