প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন রাজাপাকসে

নিজস্ব ডেস্ক : শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের মধ্যে দায়িত্বে গ্রহণের সাত সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন মাহিন্দা রাজাপাকসে।শনিবার নিজ বাসভবনে এক অানুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজাপাকসে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে নামাল।

গত অক্টোবরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এর মধ্য দিয়েই রাজনৈতিক সংকট শুরু হয়।

এরপর আগামী ৫ জানুয়ারি নতুন নির্বাচন হবে জানিয়ে গত ৯ নভেম্বর ভেঙে দেওয়া হয় পার্লামেন্ট।

বিবিসি বলছে, পদচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রোববার আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিক্রমাসিংহের রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির(ইউএনপি)ইউএনপির মুখপাত্র হরিন ফার্নান্দো বলেন, রোববার সকাল ১০টায় রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের কাছে শপথ পাঠ করবেন বলে সম্মত হয়েছেন।

এর মধ্য দিয়ে ৫০ দিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে এবং একই সঙ্গে দেশ ও অর্থনীতি যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, তা-ও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

Share