বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব বার্তা প্রতিবেদক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীসহ সারাদেশের ধর্মীয় স্থাপনা ও কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপাস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহজনক কাউকে মনে হলে তল্লাশি করা হচ্ছে।

আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে আজ রবিবার এ নির্দেশনা দেওয়া হলো। তবে স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোনো হামলার খবর নেই গোয়েন্দা সংস্থার কাছে।

আজ রবিবার সকালে শ্রীলঙ্কার তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে হামলায় ১৮৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share