বিশেষ ফ্লাইটে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক

নিজস্ব বার্তা প্রতিবেদক : নভেল করোনাভাইরাস মহামারীতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কটে পড়া যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশের পথে রওনা হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকা ছাড়ে বলে শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন।

তিনি বলেন, “সন্ধ্যা ৬টা৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ২৬৯ জন মার্কিন নাগরিক ও নয়টি কুকুর যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে।”

বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাতে উদ্যোগের কথা বৃহস্পতিবার জানিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

পরদিন যুক্তরাজ্যের হাই কমিশন থেকেও ব্রিটিশ নাগরিকদের ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দেওয়া হয়।

যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলার শেষ দিন সোমবার। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে এ দুটি রুটে ফ্লাইট সাত দিনের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।

বাংলাদেশের সঙ্গে এখন চীন বাদে অন্য সব দেশের ফ্লাইট চলাচলই বন্ধ রয়েছে।

Share