বুয়েট ভিসি আবরার হত্যার ২ দিন পর শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে

নিজস্ব বার্তা প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম। মঙ্গলবার আববার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের তোলা ৭ দফা দাবির প্রেক্ষিতে একটি জরুরী বৈঠক শেষে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি এই দাবির সবগুলাই প্রায় মেনে নিয়েছি। তোমরা আমাদের ছাত্র-ছাত্রী, তোমাদের শিক্ষার্থীদের মতো আচরণ করতে হবে। এভাবে করলে হবে না। তোমাদের প্রতিনিধিদের সঙ্গে রুমে বসে আলোচনা করতে হবে। বাইরে দাঁড়িয়ে এমন আলোচনা সম্ভব নয়।’

হত্যাকাণ্ডের পর তার অনুপস্থিতির অভিযোগ করে শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তোমাদের জন্যই কাজ করছি এবং করবো। সন্তানরা আর ছোট নেই, তারা বড় হয়েছে। আমি তোমাদের জন্য সারাদিন সরকারের উপর মহলের সঙ্গে কথা বলেছি। আমরা তো সরকারের বাইরে কাজ করতে পারি না, সরকারকে কনভেন্স করে সব করতে হয়।’

এ সময় শিক্ষার্থীদের তোলা দাবিগুলো পড়ে শোনানোর দাবি করে উপস্থিত শিক্ষার্থীরা। তাদের সেই দাবি না মেনে তিনি বলেন, ‘আমি নীতিগতভাবে তোমাদের সঙ্গেই আছি। তোমাদের সবগুলো দাবি আমরা প্রায় মেনে নিয়েছি। তবে সবকিছু আমার হাতে নেই। যে বিষয়গুলো আমার হাতে নেই, সেগুলোতে তোমাদের সাহায্য লাগবে।’

এ সময় সোমবার রাতে বুয়েটের ছাত্র হলে পুলিশ প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ কাজ আমার হাতে নেই। পুলিশ তাদের কাজ করেছে, তারা ভিডিও ফুটেজ নিয়ে গেছে।’

Share