ব্রেক্সিট চুক্তি: যুক্তরাজ্যের বছরে ক্ষতি ১৩ হাজার কোটি ডলার

ব্রেক্সিট চুক্তির কারণে প্রতিবছর যুক্তরাজ্যকে প্রায় ১৩ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হবে। লন্ডনভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চের (এনআইইএসআর) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, ২০৩০ সাল পর্যন্ত এমন অর্থনৈতিক লোকসানের মধ্য দিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে। খবর দ্য গার্ডিয়ান।

ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যেতে রোববার একটি চুক্তি সই করেছে উভয়পক্ষ। ব্রিটিশ পার্লামেন্টে সদস্যদের ভোটে চুক্তিটি কার্যকর হলে ২০১৯ সালের মার্চে কার্যকর হবে ব্রেক্সিট। এতে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য কমবে। বিদেশি বিনিয়োগ, রাজস্ব আয় ও জিডিপি হ্রাস পাবে। এ জন্য ২০৩০ সাল নাগাদ দেশটির ১০০ বিলিয়ন পাউন্ড ক্ষতি হবে বলে পূর্বাভাস দিয়েছে এনআইইএসআর।

Share