মানবিক সহায়তার টাকা দিতে ঘুষ নেওয়ায় বগুড়ায় চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব জেলা প্রতিবেদক : প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকার জন্য বিকাশ অ্যাকাউন্ট খুলতে টাকা নেওয়ায় বগুড়ায় এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যানের নাম এস এম রুপম।

রুপম জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী ৭ জুলাই স্বাক্ষরিত বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা যায়।

ওই পত্রে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে বিবিধ ট্যাক্সের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিতে ১৯৮ জন উপকারভোগীর কাছ থেকে জনপ্রতি ২৮০ টাকা করে নেন ওই চেয়ারম্যান। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রমাণ সাপেক্ষে রুপমকে বরখাস্ত করা হয়।

গত ১৪ জুন ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ বাজারে একটি দোকানে বসে চেয়ারম্যান ট্যাক্সের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিতে এলাকার হতদরিদ্রদের কাছ থেকে টাকা নেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

Share