রাস্তায় কুড়িয়ে পাওয়া রাজকুমারী

নিজস্ব জামালপুর প্রতিবেদক : বকশীগঞ্জে শুক্রবার সকালে পৌর শহরের শ্মশান ঘাট এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পৌরসভার মহিলা কাউন্সিলর ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা বেগম শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশের সহায়তায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জানা যায়, শুক্রবার ভোরে কে বা কারা সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটিকে শ্মশান ঘাটের কাছে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পৌর কাউন্সিলর রহিমা বেগম। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। শিশুটির দায়িত্ব নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

পৌর কাউন্সিলর রহিমা বেগম বলেন, শিশুটির নাম রাখা হয়েছে রাজকুমারী। রাজকুমারীকে দত্তক নিতে অনেক অনুরোধ আসছে। এখন সে সুস্থ আছে।

বকশীগঞ্জ থানার ওসি এ.কে এম মাহবুব আলম জানান, শিশুটির দায়িত্ব কেউ নিতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে।

Share