সাতক্ষীরা-৪ আসনের ভোটাররা ভোট দিতে না পারায় কাঁদতে কাঁদতে ঘরে ফিরছে : এইচ এম গোলাম রেজা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৪ আসনের ১৩৯ টি কেন্দ্রের ভোটাররা ভোট দিতে না পেরে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছেন। এই আসনের বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বলেছেন, “আমার নিশ্চিত বিজয় রাতেই ডাকাতি করা হয়েছে।” সকাল ১০ টা নাগাদ সকল কেন্দ্র থেকে পুলিশ ভোটারদের তাড়িয়ে দিচ্ছে। নারী ভোটারদের বলছে “মেয়েরা থাকবে পর্দার ভেতর। এখানে কেন? নারী ভোটাররা পুলিশের এই বক্তব্যের প্রতিবাদ করে বলছে-দেশ চালাচ্ছে নারী। আমরা ঘরে থাকবো কেন? তাদের এই বক্তব্যের পর পুলিশ লাঠিচার্জ করে ভোট কেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দিচ্ছে।”
এর আগে সকাল ৮টা ৫১ মিনিটে সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এই প্রতিবেদকের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের জীবনের নিরাপত্তা আগে। পরে নির্বাচন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার ১৩৯টি কেন্দ্রে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় রাতে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভরা হয়েছে। আমার কর্মীরা প্রতিবাদ করেও তা রোধ করতে পারেনি। আমার নিশ্চিত বিজয় রাতেই ডাকাতি করা হয়েছে। সকালে কোন কেন্দ্রের পোলিং অফিসার ব্যালট বই এবং বাক্সের হিসাব দিতে পারছেনা। আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। মামলা এবং গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। এমতাবস্থায় আমার কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তা বিবেচনায় আমি নির্বাচন ছেড়ে দিতে বাধ্য হয়েছি।

Share