সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে দেশটির দাবি তারা এই হামলা প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে হয়েছে।

তবে এই হামলায় সৌদির কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি।

এক বিবৃতিতে তিনি জানান, শনিবার স্থানীয় সময় রাত ১১ টা ২৩ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই হামলার জন্য তিনি ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীকে দায়ী করেছেন।

এছাড়া তিনি বলেন, রিয়াদ এবং জিজানে ওই মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আছে। রিয়াদের বাসিন্দারা জানান, তারা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদির আল-আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইউএস প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা, ফাইনান্সিয়াল টাইমস।

Share