হজে পাঠানোর নামে আর এইচ মজুমদার ট্রাভেলসের প্রতারনা, ছয় বছরেও ফেরত দেয়নি সাড়ে আট লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : হজে পাঠানোর নাম করে রাজধানী ঢাকায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেনীর ঠকবাজ প্রতারক ট্রাভেলস এজেন্সি। দাবিকৃক টাকা পাওয়ার পর আর খোঁজ নেয় না এই দূবৃত্ত এজেন্সি মালিকরা। এর ফলে অনেকেই হজে যেতে পারেননি। আর এইচ মজুমদার ট্রাভেলসের মালিক মুফতি এ এন এম জিয়াউল হক মজুমদার । হজ লাইসেন্স নং ০১১৬ এর মালিক হজে পাঠানোর নাম করে ৩ জনের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনার ছয় বছর অতিবাহিত হলেও আজ অবধি ওই লোকদের হজে নেয়নি এবং এবং তাদের দেয়া টাকা ফেরত দেয়নি।

সামস মির্জা ট্রাভেলস এর মালিক আলহাজ ক্বারী মাওলানা শাহাদাৎ লিখিত অভিযোগে বলেন, গত সতের বছর যাবত আমি সুনামের সাথে সামস মির্জা ট্রাভেলস এর মাধ্যমে আল্লাহর মেহমান হাজীদের নিয়ে হজব্রত পালন করিয়ে আসছি। ব্যবসায়ীক সূত্রে আর এইচ মজুমদার ট্রাভেলসের মালিক এ এন এম জিয়াউল হক মজুমদার আমার পরিচিত। ২০১৩ সালের প্রথম দিকে জনৈক ৩জন লোক আমার কাছে এসে হজব্রত পালনের ইচ্ছাপোষন করেন। আমার ট্রাভেলস এর মাধ্যমে হজ করানোর সুযোগ না থাকায় তাদের ইচ্ছায় আমি আর এইচ ট্রাভেলস এর মালিক জিয়াউল হক মজুমদারের সাথে কথা বলি। তিনি ওই তিনজন হাজীকে হজব্রত পানের জন্য মৌখিক ভাবে সাড়ে আট লাথ টাকা দাবি করেন।

Share