হাঁটাচলা করেছেন ওবায়দুল কাদের, দেশে ফিরবেন শিগগিরই

নিজস্ব বার্তা প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজ রবিবার সকালে তার ভাড়া অ্যাপার্টমেন্টের পাশে ফাঁকা জায়গায় দীর্ঘক্ষণ হাঁটাচলা করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিগগিরই দেশে ফিরবেন বলেও জানা গেছে।

ওবায়দুল কাদেরের হাঁটাচলা করার একটি ভিডিও সকালে ফেসবুকে আপলোড করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইয়েজ। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি জানান, ওবায়দুল কাদের নিয়মিত হাঁটাচলা করছেন। দ্রুত সুস্থতা ফিরে পাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিগগিরই দেশে ফিরবেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

এর আগে গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

Share