ফরিদপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৮

নিজস্ব জেলা প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম কিংবা পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শওকত জোয়ারদার ধুলদীতে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ধুলদী রেল গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ যাত্রী নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share