ডিসির ‘ভিডিওর ঘটনা’ জানার চেষ্টায় মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব বার্তা প্রতিবেদক : এক নারীর সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ‘খাস কামরা’র ‘ভিডিও’টি সত্য কি-না, সে বিষয়ে জানার চেষ্টা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফ্‌ফার খান শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বলেন, বিভিন্ন লেভেলে বিষয়টি জানতে কাজ হচ্ছে। ‘ওই ভিডিওটি, যেহেতু টেকনিক্যাল বিষয়, আইডেন্টিফাই করার বিষয়। ওগুলোর কাজ হচ্ছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাইমারি লেভেলে অনেক কাজ হচ্ছে জানিয়ে অতিরিক্ত সচিব জানান, অন্যান্য এজেন্সিও কাজ করছে।

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলে এ বিষয়ে রোববার (২৫ আগস্ট) সাংবাদিকদের বলা হবে বলে জানান অতিরিক্ত সচিব আ. গাফ্‌ফার খান।

সম্প্রতি ফেসবুকে আপলোড করা চার মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যাচ্ছে তা সম্প্রতি নিয়োগ পাওয়া পিয়নের বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

Share