বিয়াঙ্কায় স্বপ্নভঙ্গ সেরেনার

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : শিরোপা প্রত্যাশী সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন টেনিসের নতুন নারী চ্যাম্পিয়ন হলেন ১৯ বছর বয়সী কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু। সেরেনা যখন প্রথম ইউএস ওপেন জিতেছিলেন তখন বিয়াঙ্কার জন্মই হয়নি। বিয়াঙ্কা মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন।

শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটিতে কিছুটা নড়বড়ে ছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বিয়াঙ্কা। প্রথম সেট দাপটের সঙ্গে জিতে নেন ৬-৩ গেমে।

পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়েস্কো।

সেরেনা সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে দারুণ প্রতাপে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। শনিবার রাতে ফাইনালে মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম ছোঁবার লক্ষ্যে মুখোমুখি হন বিয়াঙ্কার, যিনি সেমিফাইনালে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়ে ফাইনালে ওঠেন।

Share