শাহজালালে পৃথক ঘটনায় আড়াই কেজি স্বর্ণ ও ১০০ মোবাইল ফোন আটক

নিজস্ব বার্তা প্রতিবেদক : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্রান্ডের বিদেশি মোবাইল ফোন আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের সদস্যরা শাহজালাল বিমানবন্দর থেকে এসব সোনা ও মোবাইল ফোন আটক করে। আটককৃত পণ্যের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদ বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হবার সময় কাস্টমস কর্মকর্তারা তাদের দুইজনকে চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ ও লাগেজ তল্লাশি করে ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

স্বর্ণগুলো অভিনব কায়দায় তার আকারে তাদের লাগেজে সেটিং করা ছিল। এসময় সাহাবুদ্দিন ও মনির আহমেদকে আটক করা হয়।

অপর দিকে, বুধবার রাতে অন্যান্য বিমানে আসা কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডর বিদেশি মোবাইল ফোন সেট আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Share