দেশে ২৪ ঘণ্টায় সর্বাধিক আড়াই হাজার করোনায় আক্রান্ত শনাক্ত,মৃত্যু ২৩ জন

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫৮২ জনে দাঁড়াল।

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৮৭ হাজার ৬৭টি। এর মধ্যে নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এদের মধ্যে মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৩৭৯ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ লাখ ২০ হাজার ৩৪৮ জন।

Share