সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব জেলা প্রতিবেদক : সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মহসিন হোসেন বাবলু নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত দুইটার দিকে শহরের রসুলপুর মেহেদীবাগের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি একই এলাকার মুনসুর আলীর ছেলে। মহসিন হোসেন বাবলু সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মহসিন হোসেন বাবলু কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ও সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। বাবলু দীর্ঘদিন ধরে হৃদরোগেরও চিকিৎসা নিচ্ছিলেন। এ পরিস্থিতিতে রোববার ভোর রাতে বুকে ব্যথা অনুভুত হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মৃত ওই সাংবাদিকের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

সাতক্ষীরায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।

Share