‘ভারতীয় হাইকমিশনারের অনুরোধে সাড়া না দেবার প্রশ্নই ওঠে না’

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে দেশটির হাইকিমিশনার রিভা গাঙ্গুলী দাস গত চার মাসে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে সরকার। করোনা মহামারীর কারণে গত কয়েকমাসে প্রধানমন্ত্রী কোন বিদেশির সঙ্গেই সাক্ষাৎ করেননি।

বাংলাদেশ সরকারের সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতের প্রধান সারির সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ চেয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করেনি।

সূত্র জানায়, ‘ভারতীয় হাইকমিশনারের অনুরোধে সাড়া না দেয়ার প্রশ্নই আসে না। তবে, করোনা সংক্রমণ রোধে ‘শারীরিক দূরুত্ব’ বজায় রাখছেন প্রধানমন্ত্রী। তিনি সরাসরি কোন বিদেশির সঙ্গে দেখা করেননি।’

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েও পাচ্ছেন না ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেখ হাসিনার সফল ফোনালাপ এবং চীনের বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দিল্লি-ঢাকার মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে।

তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Share