নিজস্ব বার্তা প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী সনদের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৩৩৫ জন উত্তীর্ণ হয়েছে।আরও ২৩০ জনের ফল পেন্ডিং রাখা হয়েছে। তৃতীয় পরীক্ষক পেন্ডিংগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
শনিবার ২৯ মে রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ করার বিষয় নিয়ে মঙ্গলবার ২৫ মে বার কাউন্সিলে অ্যানরোলমেন্ট কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ফল ঘোষণা করা হলো।
গত বছরের ১৯ ডিসেম্বর এবং পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন অংশ নেন।
আইনজীবী সনদ পেতে বার কাউন্সিলে পরীক্ষায় প্রথমে এমসিকিউতে উত্তীর্ণ হতে হয়। এখানে উত্তীর্ণরা লিখিত পরীক্ষার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণগণ ভাইভা তথা মৌখিক পরীক্ষার সুযোগ পান। এরপর চূড়ান্ত ফলে উত্তীর্ণগণ আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভ করেন। এরপর উত্তীর্ণগণ সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে যোগ দিয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ করতে পারেন। বাসস