আবরার হত্যা নিয়ে বিএনপি-জামায়াত মাঠে নামার চেষ্টা করছে : মেনন

নিজস্ব বার্তা প্রতিবেদক : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আবরার হত্যা নিয়ে বিএনপি-জামায়াত তাদের ভারত বিরোধিতা এবং ধর্মবাদী রাজনীতি নিয়ে নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। জামায়াতের প্রচার মাধ্যমসহ ইতিমধ্যে আবরারকে আগ্রাসন বিরোধী প্রথম শহীদ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার বিকেলে ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর সদস্য মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য আবদুল খালেক, জাকির হোসেন রাজু প্রমুখ।

রাশেদ থান মেনন বলেন, আমাদের এই মুহূর্তের কাজ হচ্ছে উন্নয়নের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। সেই ইস্যুকে বাদ দিয়ে যারা সমস্ত জনগণের ইস্যুকে ঘুরিয়ে আজকে অন্যদিকে নিয়ে যেতে চায়, তারা আসলে জনগণের বন্ধু হতে পারে না। বাসস

Share