আমেরিকা সামরিক শক্তিতে ১ নম্বরে, বাংলাদেশের অবস্থান ৩৭

নয়াবার্ত‍া  ডেস্ক : আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। চীন ঘাড়ে নিঃশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনো দুই নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ৩৭ নম্বরে। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সম্পর্কিত ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচকে এই তথ্য জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে চীনের অবস্থান তৃতীয়। সৈন্য সংখ্যা, অস্ত্র ও সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, মোতায়েনের কৌশলগত অবস্থান এমনকি সংশ্লিষ্ট দেশের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের ১৪৫ টি দেশের তালিকায় ভারত চতুর্থ স্থানে রয়েছে।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’-এর শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। উল্লেখযোগ্যভাবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স পরমাণু শক্তিসম্পন্ন প্রথম দশটি দেশের মধ্যে নেই!

বছর দুয়েক আগে সামরিক ওয়েবসাইট ‘মিলিটারি ডাইরেক্ট’ ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘ট্রু মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ প্রকাশ করে, আমেরিকাকে টপকে চীন বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত হয়েছে।

বঙ্গোপসাগর অঞ্চলের অন্যান্য দেশ ইন্দোনেশিয়া ১৩, থাইল্যান্ড ২৫, সিঙ্গাপুর ৩০, মিয়ানমার ৩৫, বাংলাদেশ ৩৭, মালয়েশিয়া ৪২, শ্রীলঙ্কা ৭৫, নেপাল ১২৮ এবং ভুটান ১৪৫তম স্থানে রয়েছে।

Share