ঈদ যাত্রায় এক জেলা থেকে আরেক জেলায় মোটরবাইক নিষিদ্ধ

নয়াবার্তা প্রতিবেদক : ঈদ যাত্রায় এক জেলা থেকে আরেক জেলায় মোটর বাইক নিষিদ্ধ করা হয়েছে।আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরবাইক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকবে।

রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

সড়ক পরিবহন সচিব জানান, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। এই সাত দিন দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিসও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি পেলেই কেবল এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

Share