এডিবি ৪ বছরে ৯২টি প্রকল্পে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে

নয়াবার্তা প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ৪ বছরে ৭টি খাতের ৯২টি প্রকল্পে বাংলাদেশকে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এই ঋণের অর্থের পরিমাণ গত ৪ বছরে প্রাপ্ত ১২ বিলিয়ন ডলারের চেয়ে ৪২ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে মোট অর্থের ৭৮ দশমিক ৮৫ শতাংশ বা ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) হিসেবে দেওয়া হবে। বাকি ঋণ কনসেশনাল হবে। ওসিআর তহবিলের আওতায় এই ঋণ পরিশোধের সময়কাল ২৫ বছর এবং ঋণ পরিশোধের জন্য ৫ বছরের গ্রেস পিরিয়ড নির্ধারিত। এর সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) সুদহারের সঙ্গে ০ দশমিক ৭৫ শতাংশ চার্জ দিতে হবে। ফেডারেল রিজার্ভ অফ ব্যাংক অব নিউইয়র্কের ডেটা অনুযায়ী, বর্তমানে সোফর হলো ৫ দশমিক ৩২ শতাংশ। কনসেশনাল ঋণ পরিশোধে একই সময়সূচি থাকলেও সুদের হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ। এই ঋণ অর্থনীতির গতি বাড়িয়ে বাংলাদেশকে দশ বছরেরও কম সময়ের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে ভূমিকা রাখবে। বর্তমান সরকার ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের জন্য নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করছে।

এডিবির নথি পর্যালোচনায় জানা যায়, এডিবি ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ৭টি খাতের ৯২টি প্রকল্পে ঋণ দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ (দক্ষিণ রুট), দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও দক্ষিণ করিডোর উন্নয়ন প্রকল্প (ফরিদপুর-বরিশাল মহাসড়ক), এবং ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পগুলো চূড়ান্ত করতে আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে। প্রস্তাবিত প্রকল্পগুলোর প্রস্তুতি সাপেক্ষে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে এডিবি প্রায় ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে এডিবি ২০২৪ সালের জন্য প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার, ২০২৫ সালের জন্য ৪.২ বিলিয়ন ডলার, ২০২৬ সালের জন্য ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২০২৭ সালের জন্য ৫ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে আশা করা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, এডিবি ২০২৪ থেকে ২০২৭ সালের জন্য কৃষি, খাদ্য, পরিবেশ এবং গ্রামীণ উন্নয়ন খাতে ১২টি প্রকল্পে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দেবে। সেই সঙ্গে জ্বালানি খাতে ১৪টি প্রকল্পের জন্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং অর্থ খাতে ১০টি প্রকল্পের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেবে। এছাড়া মানব ও সামাজিক উন্নয়ন খাতের ১৫টি প্রকল্পে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার, পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও গভর্নেন্স সেক্টরের পাঁচটি প্রকল্পের জন্য ১ দশমিক ৭ বিলিয়ন ডলার, পরিবহন খাতে ১৮টি প্রকল্পের জন্য ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং পানি ও নগর উন্নয়ন খাতের ১৮টি প্রকল্পের জন্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলার দেওয়া হবে।

 

Share