নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩ কর্মকর্তাকে সহকারি কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তা এতোদিন রাজস্ব কর্মকর্তা (আরও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পদোন্নতি প্রাপ্তরা হলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের মনিরুল আলম ওমোঃ ইউসুফ হারুন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা পশ্চিম কমিশনারেটের মেজবাহ উদ্দিন ও দিলদার হোসেন ভুঁইয়া। কাস্টম হাউস আইসিডি’র (কমলাপুর) সোমেন কান্তি চাকমা, কামরুজ্জামান, মোঃ মহসীন, এবং ফকরউদ্দীন। শুল্ক রেয়াত ও প্রতর্পণ পরিদপ্তর ঢাকা’র মনোয়ারা বেগম। কাস্টম হাউস চট্রগ্রাম এর মোঃ নুরে আলম। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি’র মোঃ নজরুল ইসলাম। এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চট্রগ্রাম কমিশনারেটের মোঃ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার রাতে এনবিআরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অনুবিভাগের দ্বিতীয় সচিব সুহানা ইসলাম স্বারিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
- Home
- এক্সক্লুসিভ
- এনবিআরে সহকারি কমিশনার পদে পদোন্নতি পেলেন ১৩ কর্মকর্তা