ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। অন্যদিকে শরীফুল ইসলাম আছেন দুর্দান্ত ফর্মে। ৩ ম্যাচে ৫ উইকেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকাই রেখেছেন এই বাঁহাতি পেসার। এই দুইয়ে মিলিয়েই সাকিবকে টপকে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর বোলার হয়ে গেছেন শরীফুল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পারফরম্যান্স দিয়ে ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন শরীফুল। অন্যদিকে না খেলে পয়েন্ট হারাতে থাকা সাকিব ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১ নম্বরে। শরীফুল-সাকিবের পর বাংলাদেশের বোলারদের মধ্যে তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন সিরিজে ওভারপ্রতি মাত্র ৪.৩০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া এই অলরাউন্ডার।
বড় লাফ দিয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদও। ৮ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার ২৭ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪-এ। বোলারদের শীর্ষ ১০০-তে বাংলাদেশের আর কেউ নেই।
বোলিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ধরে রেখেছেন শীর্ষস্থান। ব্যাটিংয়ে পাকিস্তানের বাবর আজমই শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া শ্রীলঙ্কান ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা তিন ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা সিরিজে ১৩৫ গড়ে ১৩৫ রান করা মুশফিক ৬ ধাপ এগিয়ে উঠেছেন ২৬ নম্বরে। সিরিজে এক সেঞ্চুরিতে ১৭৭ রান করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ১০ ধাপ এগিয়ে ৩৯-এ উঠেছেন। ১২ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়, তিনি উঠেছেন ৭৬ নম্বরে। ফর্ম হারিয়ে দুই ম্যাচ শেষে বাদ পড়া লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬০ নম্বরে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান।