নিজস্ব বার্তা প্রতিবেদক : ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত রাজস্ব কর্মকর্তা (সুপারইন্টেনডেন্ট) খোরশেদ আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভোর রাতে রাজধানীর উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোরশেদ আলমের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শনিবার এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) খোরশেদ আলম শনিবার ভোর রাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পরম করুনাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’