করোনা কেড়ে নিল কাস্টমস সুপারিন্টেনডেন্ট এর প্রাণ

নিজস্ব বার্তা প্রতিবেদক : কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার মারা গেছেন।

বুধবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করে জানান, জসীম উদ্দিন চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। তিনি সুপারিন্টেনডেন্ট পদে ছিলেন।

বাংলাদেশ কাস্টমস আ্যন্ড ভ্যাট বিভাগের এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)।

সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দেশে ৫২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।

Share