করোনায় পশ্চিমবঙ্গে বুধবার মৃত ১৫৭, মে মাসের ১৯ দিনেই ভারতে ৭৫ হাজার মৃত্যু

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : কোভিডে বাংলায় মৃত্যুমিছিলের আর শেষ হচ্ছে না। বুধবার পশ্চিমবঙ্গে কোভিডে মৃতের সংখ্যা ১৫৭ জন। বাংলায় মোট মৃত ১৩ হাজার ৭৩৩ জন। এদিন রাজ্যে কোভিড আক্রান্ত হয় ১৯ হাজার ছ’জন। লকডাউনের চতুর্থ দিনের এই পরিসংখ্যান প্রশাসনের ঘাড়ের ওপর যেমন নিঃশ্বাস ফেলেছে, ঠিক তেমনই একটি খবর শরীরে শীতল স্রোত বইয়ে দিয়েছে। কোভিডের দ্বিতীয় ওয়েভ পূর্ব ভারতে ঘাঁটি গেড়েছে। পশ্চিম ভারতে যখন পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে তখন পূর্ব ভারতে তা প্রকট হচ্ছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭ জন কোভিড সংক্রমিত হয়েছেন।

কোভিডের দ্বিতীয় অভিঘাত কতটা মারাত্মক তার একটা পরিসংখ্যানও পাওয়া গেছে। মে মাসের প্রথম ১৯ দিনে ভারতে কোভিডে মৃত্যু হয়েছে ৭৫ হাজার জনের। মে মাস শেষ হতে আরও ১০ দিন বাকি আছে। সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা অনুমানের বিষয়। ২০২১ সালের এপ্রিলে অর্থাৎ গত মাসে ভারত কোভিড থেকে সর্বোচ্চ মৃত্যু ৪৯ হাজার দেখেছিল।

Share