নিজস্ব ডেস্ক প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসেবে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছিলেন। এতেই কি তার মৃত্যু হয়? এমন প্রশ্ন উঠেছে এখন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভারতের আসামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উৎপলজিৎ বর্মন নামে ৪৪ বছরের চিকিৎসকের। তিনি একজন অ্যানাস্থেটিস্ট। একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন।
জানা গিয়েছে, যাতে করোনায় আক্রান্ত না হন, সে জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছিলেন ওই চিকিৎসক। তার ফলেই নাকি হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই ওষুধ অবশ্য করোনা আক্রান্তদেরও দেওয়া হয়ে থাকে।
মনে করা হচ্ছে, আগাম সতর্কতা নিতে গিয়ে, নিজেই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছিলেন তিনি। আর এর পরেই হৃদরোগে আক্রান্ত হন উৎপলজিৎ। ওষুধ খাওয়ার পর তিনি যে অস্বস্তি বোধ করতে শুরু করেছিলেন তা হোয়াটসঅ্যাপে তার সহকর্মীদেরও জানান।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ হাইড্রক্সিক্লোরোকুইন (আইসিএমআর) ওষুধটিকে অনুমোদন দিয়েছে।
বলা হয়েছে, করোনা রোগীর চিকিৎসায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা ওষুধটি খেতে পারেন। তবে সে ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মেনে ওই ওষুধ খাওয়ার কথাও বলেছে আইসিএমআর।