নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনাযুদ্ধে এবার প্রাণ দিলেন পুলিশ কর্মকর্তা। রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই পুলিশ কর্মকর্তার নাম রাজু আহম্মেদ। তিনি পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে অসুস্থবোধ করায় করোনার পরীক্ষা করান রাজু আহম্মেদ। পরীক্ষায় তার করোনা পজিটিভ এলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১৩ সদস্য মারা গেলেন।