WordPress database error: [Disk full (/tmp/#sql_140a_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `nb_postmeta`

কর্মী সংকট, লন্ডনের হাসপাতালে সেনা মোতায়েন

নয়াবার্তা ডেস্ক : কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে লন্ডনের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামলাতে এখন সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওমিক্রনের কারণে এরইমধ্যে অনেক স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে সংকট নিঃসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, মোট ২০০ সামরিক কর্মকর্তাকে হাসপাতালে নিয়োজিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৪০ জন চিকিৎসক। তারা রোগীদের সামলাতে এনএইচএস কর্মীদের সহযোগিতা করবেন। বাকি ১৬০ কর্মকর্তার কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই।

তবে তারা রোগীদের দেখবেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করবেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ও। এতে জানানো হয়েছে, এরইমধ্যে অনেক সেনা কর্মকর্তা কাজ শুরু করে দিয়েছেন। এ মাসের শেষে সবাই যুক্ত হবেন।

সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির হেলথ ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে যে, জনগণের চিকিৎসা ব্যহত হওয়ার ঝুঁকি সরকার উপেক্ষা করতে পারেনি।

Share