কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ যায়।
দুই ট্রেনের সংঘর্ষে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি জসিম উদ্দিন আরও বলেন, মালবাহী ট্রেনটি হাসানপুর স্টেশনে দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে ঢুকে পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরাও একই তথ্য জানিয়ে বলেন, সোনার বাংলা এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার বলেন, দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। অর্ধশতের মতো যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।