কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

নিজস্ব বার্তা প্রতিবেদক : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী মারা গেছে ৮৪ জন। আক্রান্ত হয়েছে দুই হাজার ১৪৪ জন।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়, ৭৬৮ জন। তাদের মধ্যে ৭৪০ জনই শুধুমাত্র ঢাকা মহানগরীতে শনাক্ত হয়েছে।

এটা শুক্রবার পর্যন্ত সংখ্যা। আজ শনিবার আরো ৬ জন এ মহানগরীতে আক্রান্ত হয়েছে।ঢাকা মহানগরীর মিরপুরে সর্বোচ্চ ৪২, ওয়ারীতে ২৭, মোহাম্মদপুরে ২৬, লালবাগে ২১ জন আক্রান্ত হয়েছে।

এরপরই রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে শনাক্ত হয়েছে ২৮৯ জন।

করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ জেলা গাজীপুর। শুক্রবার পর্যন্ত এখানে শনাক্ত হয়েছে ১১৭ জন।

তারপর রয়েছে নরসিংদী ৬৫ জন, কিশোরগঞ্জে ৩৩, মুন্সিগঞ্জে ২৭, মাদারীপুরে ২৩, গোপালগঞ্জে ১৭ ও টাঙ্গাইলে ৯ জন।

চট্টগ্রামে শুক্রবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন। আর লক্ষ্মীপুরে ১৮, কুমিল্লায় ১৫, বান্দরবানে ১, নোয়াখালীতে ২, চাঁদপুরে ৮ ও ফেনীতে ১ জন শনাক্ত হয়েছে।

অপরদিকে গাইবান্ধায় শনাক্ত হয়েছে ১২ জন, দিনাজপুরে ৮ জন।

সিলেটে শুক্রবার পর্যন্ত মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে মৌলভীবাজারে ২, সুনামগঞ্জে ১, সিলেট জেলায় ৩ ও হবিগঞ্জে ১ জন শনাক্ত হয়েছে।

রংপুরে ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর খুলনায় ৬, বরিশালে ৩১, রাজশাহীতে ৮ ও ময়মনসিংহে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটা শুক্রবার পর্যন্ত হিসাব।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা শনিবারের বুলেটিনে বলেন, জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা শহর, যা শতকরা ৩২ ভাগ।

এর আগে যারা শনাক্ত হয়েছিলেন তারা বেশিরভাগই নারায়ণগঞ্জ থেকে গেছেন। এরপর আছে গাজীপুর। নতুন সংক্রমণ দেখা যাচ্ছে নরসিংদী ও কিশোরগঞ্জ।

Share