গজারির লাঠি দিয়ে সিএন্ডএফ এর মালিককে প্রহার করায় ফুঁসে উঠেছে ঢাকা কাস্টমস হাউস

নিজস্ব প্রতিবেদক : গজারির লাঠি দিয়ে সিএন্ডএফ এর মালিককে প্রহার করায় ফুঁসে উঠেছে ঢাকা কাস্টমস হাউস। পাঁচ শতাধিক সিএন্ডএফ কর্মী সোমবার বিকাল ৪টা থেকে এরিপোর্ট লেখাবধি (রাত সাড়ে ৯টা) কাস্টমস হাউস অবরোধ করে রেখেছে। তাদের দাবি যুগ্নকমিশনার মাহবুবুর রহমানের দৃষ্টান্ত মূলক বিচার এবং তাৎক্ষনিক অপসারণ।

ঢাকা কাস্টমস হাউসের একটি সূত্র জানিয়েছে, প্রায় ১০দিন আগে সিএন্ডএফ এজেন্ট বারী এন্টার প্রাইজ ১৩ ডলার মূল্যমুলে একটি গার্মেন্টস এ·সরিজ পণ্য ছাড় করায়। আজ যুগ্নকমিশনার মাহবুবুর রহমান বারী এন্টার প্রাইজের মালিক আনিসুর রহমানকে তার কক্ষে তলব করেন। তিনি দাবি করেন, ছাড়কৃত পণ্যে প্রতি কেজিতে ১ ডলার করে আন্ডার ইনভয়েস করা হয়েছে। যুগ্নকমিশনার এই অর্থ প্রদানের নির্দেশ দেন। আনিসুর রহমান এবক্তব্যের প্রতিবাদ করে বলেন, এইচএস কোর্ড অনুযায়ী নির্ধারিত শুল্ক প্রদান করে মালামাল ছাড় করিয়েছি। এখন ডেলিভারি পেপার নিয়ে এ প্রশ্ন তুলছেন কেন? মাল ছাড়ের আগে এ প্রশ্ন করেননি কেন? তার এবক্তব্যে ক্ষিপ্ত হয়ে যুগ্নকমিশনার মাহবুবুর রহমান নিজের টেবিলের নীচে রাখা গজারির লাঠি বের করে আনিসুর রহমানকে দু’দফা প্রহার করেন। আনিসুর রহমান বাইরে এসে এঘটনা জানালে মূহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত কাস্টমস সরকার এবং সিএন্ডএফ মালিকরা শ্লোগান দিয়ে ঢাকা কাস্টমস হাউস ঘেরাও করে উর্ধতন কর্মকর্তাদের রুমের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে।

Share