নিজস্ব জেলা প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) একদিনে নতুন করে ৩১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৪ জন। সোমবার (২০এপ্রিল) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ গতকাল রবিবারের (১৯ এপ্রিল) এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন।
তথ্য দিতে দেরি হওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, গাজীপুর সিভিল সার্জন অফিস থেকেই আজ (২০ এপ্রিল) দুপুরে তথ্য পাঠিয়েছে। আর পাওয়ার সাথে সাথেই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়। গত ৮ দিনে আক্রান্তের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে।
ইউএনও আরো জানান, করোনা আক্রান্ত ৩১ জনকে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।