গুলশানের একটি বাড়ি থেকে ১৫০ বোতল বিদেশি মদ জব্দ

নিজস্ব বার্তা প্রতিবেদক : ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে ১৫০ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এর ১২৮ নম্বর সড়কের বাড়িটিতে অভিযান চালায় অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) গুলশান সার্কেল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের বাড়িটি থেকে জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। ‘কালাম রিয়েল এস্টেট’ এর স্বত্বাধিকারী এম আবুল কালামের ছেলে ফয়সাল কালাম (৪০) দীর্ঘ দিন ধরে গুলশান ও বনানী এলাকায় বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করে আসছে বলে জানতে পারে অধিদপ্তর। অভিযান পরিচালনার আগে ১৫ দিন ধরে ফয়সাল কালামকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে গতকাল দুপুরে তাঁর বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের অন্য কোনো মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে।

গ্রেপ্তার অপর দুজন হলেন, আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (৪০) এবং মো. সৈয়দ আহম্মদের ছেলে মো. নুর আলম (৪৫)।

Share