ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব জেলা প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যানবাহন। ঘাট এলাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৪০০ বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমন বলেন, পাটুরিয়-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে এ রুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Share