জাতিসংঘের অর্থনৈতিক পরিষদে ইসরাইল, ভোট পেয়েছে দুই-তৃতীয়াংশের বেশি

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : প্রথমবারের মতো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল। এক ভোটে ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে দুই তৃতীয়াংশেরও বেশি সদস্য রাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত গিলাদ এরদান বলেন, আমাদের আবিষ্কার ও সৃজনশীলতার একটি বড় স্বীকৃতি এটি। ইসরাইলের এই অবদান সমগ্র মানবজাতির অগ্রগতি নিশ্চিত করেছে। একইসঙ্গে অর্থনৈতিক পরিষদের সদস্য হওয়া ইসরাইলের কূটনৈতিক সফলতা বলেও জানান গিলাদ। ফিলিস্তিন ও তার সমর্থক রাষ্ট্রগুলোর বিরোধীতা সত্বেও ইসরাইল আরো অর্জনের দিকে এগিয়ে যাবে এবং জাতিসংঘে তাদের কার্যক্রম বৃদ্ধি করবে বলেও আশ্বাস দেন তিনি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে মূলত ভৌগলিক অবস্থার ভিত্তিতে সদস্য অনুমোদন করা হয়। আফ্রিকার জন্য এখানে রয়েছে ১৪ আসন, পশ্চিম ইউরোপের জন্য ১৩ আসন, লাতিন আমেরিকার জন্য ১০ আসন ও পূর্ব ইউরোপের জন্য ৬ আসন। এরদান বলেন, গাজায় ইসরাইলি অভিযানের পরই এমন সদস্যপদ পাওয়া কঠিন মনে হচ্ছিল।

কারণ ফিলিস্তিন ও তাদের পক্ষের সমর্থকরা এটি আটকানোর চেষ্টা করেছে। তবে ইসরাইল প্রমাণ করেছে, তাদেরকে এই পরিষদে প্রয়োজন।

Share