নিজস্ব জেলা প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার চর গোপালপুর পূর্ব পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)। এ ঘটনায় হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হারুনুর রশিদের বাড়িতে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তার স্ত্রী ও ছেলে খুন হয়েছে। তাদের দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হারুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।