
নয়াবার্তা ডেস্ক : ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আহমাদ খাতামি জায়নবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি বলেন, জায়নবাদী শাসনব্যবস্থার মোকাবিলা করার উপায়- জাতিসংঘের কাছে আবেদন করা নয়। এই শাসনব্যবস্থা বিশ্বের সামনেই অপরাধ করছে। একমাত্র উপায় হলো, ক্ষমতা কেন্দ্রীভূত করে ঐক্য গড়ে তোলা এবং এই শাসনব্যবস্থাকে চূর্ণ করা।
তিনি আলী (আ.)-এর উক্তি উল্লেখ করেন, ‘যে ঢিল ছুঁড়ে মারে তার জবাব পাথরই।’ খাতামি বলেন, ‘বিশ্বের মহান নেতারা আয়াতুল্লাহ খামেনি জোর দিয়েছিলেন, এই ক্যান্সারের টিউমার ধ্বংস করতে হবে।’
তার মতে, ‘ইসলামী দেশগুলো সর্বনিম্ন যে পদক্ষেপ নিতে পারে, তা হলো এই রক্তপিপাসু এবং জল্লাদ সরকারের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা।’
তিনি ৪৪টি দেশের ৭০টিরও বেশি জাহাজ এবং শত শত অ্যাক্টিভিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বব্যাপী ‘সামুদ’ ত্রাণবহরের প্রশংসা করেন। তিনি এটিকে সীমান্ত, ধর্ম এবং মতাদর্শের সীমানা ছাড়িয়ে ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন বলে মনে করেন।
লেবাননে হিজবুল্লাহর ভূমিকার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসলামী বিশ্বের জন্য বিপজ্জনক। হিজবুল্লাহ হলো ইসলামী জাতির শক্তিশালী হাত এবং এই ক্ষমতাকে জায়নবাদী শাসনব্যবস্থার মোকাবিলা করার জন্য ব্যবহার করতে হবে।’
নয়াবার্তা/আনোয়ারা পারভীন