নিজস্ব ডেস্ক প্রতিবেদক : সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে এসে ভিড়েছে এমভি আলটা। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। ছবি: এএফপি
সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে এসে ভিড়েছে এমভি আলটা। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। ছবি: এএফপি
বলিউড তারকা ভিকি কৌশলের নতুন ছবিটির ট্রেলার দেখেছেন? না দেখে থাকলে বলছি। ভেসে আসা একটি ভুতুড়ে জাহাজের গল্প নিয়ে তৈরি হয়েছে তাঁর নতুন ছবি। এর ট্রেলার বেশ সাড়াও ফেলেছে। আর এর মধ্যেই খোঁজ পাওয়া গেল সত্যিকারের ‘ভুতুড়ে’ জাহাজের!
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে একটি ‘ভুতুড়ে’ জাহাজ এসে ভিড়েছে। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। জানা গেছে, কার্গো জাহাজটির নাম হলো ‘এমভি আলটা’। ঝড়ের তোড়ে কাউন্টি কক উপকূলে এসে ৮০ মিটার দীর্ঘ জাহাজটি আটকে গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে।