নয়াবার্তা ডেস্ক : চলতি ২০২২ সালের মার্কিন টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ বা ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে তাকে ‘দ্য স্পিরিট অব ইউক্রেন’ বা ‘ইউক্রেনের চেতনা’ বলেও আখ্যায়িত করেছে ম্যাগাজিনটি। খবর বিবিসির।
ঐতিহ্যবাহী এ পুরস্কার দেওয়া শুরু হয় ১৯২৭ সালে। এর আগে ২০২১ সালে এ পুরস্কার পান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। সাধারণত বছরের ১২ মাসে বৈশ্বিক পর্যায়ে সবচেয়ে প্রভাব বিস্তার করা ঘটনা বা ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
এ বছরের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আরও ছিলেন ইরানের বিক্ষোভকারীরা, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও মার্কিন সুপ্রিম কোর্ট।
ম্যাগাজিনের সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেছেন, ‘এ সিদ্ধান্ত স্মরণকালের সবচেয়ে সুস্পষ্ট’। তিনি লেখেন, জেলেনস্কি বিশ্বব্যাপী ইউক্রেনীয়দের পরিচিত করিয়েছেন। তাদের মধ্যে পর্দার আড়ালে লড়াই করেছেন এমন অনেকে রয়েছেন। যেমন_ শেফ ইভগেন ক্লোপোটেনকো ও চিকিৎসক ইউলিয়া পেয়েভস্কা। ইভগেন ক্লোপোটেনকো হাজারো ইউক্রেনীয়কে বিনামূল্যে খাবার সরবরাহ করেছেন এবং ইউলিয়া পেয়েভস্কাকে রাশিয়া আটক করে এবং তিন মাস বন্দি থাকার পর মুক্তি পান তিনি।
টাইম ম্যাগাজিন বলছে, জেলেনস্কি ইউক্রেনীয়দের উদ্দীপ্ত করছেন এবং রুশ আক্রমণ প্রতিহতের সাহসিকতার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর সামনে থেকে দেশের নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কি। প্রতিদিনের ভিডিও বার্তায় তিনি কেবল নিজ দেশের জনগণই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষ ও বিভিন্ন দেশের সরকারের উদ্দেশেও কথা বলছেন।