নিজস্ব জেলা প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টের ফলাফলে তারা স্বামী-স্ত্রী দু’জনই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি এলাকায়। তাদের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করে সেখানে লাল পতকা টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই বাড়িগুলোতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার গেন্ডারিয়ায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি গত ২৮ মার্চ স্ত্রীকে নিয়ে মাদারীপুরের শিবচরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত ৫ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি সস্ত্রীক গ্রামের বাড়িতে আসেন। তার অসুস্থতার বিষয়টি স্থানীয়রা থানায় জানায়। এরপর ৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বিকালে রিপোর্ট পাওয়ার পর স্বামী-স্ত্রী দু’জনই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো জানান, এ ঘটনার পর আক্রান্তসহ আশপাশের ৬টি বাড়ি লগডাউন করা হয়েছে। সেখানে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাকিব হাসান তরফদার জানান, রাতেই করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হচ্ছে।